হিজামা কিভাবে করা হয়?
হিজামা কিভাবে করা হয়?
কয়েক মিনিট এভাবে অপেক্ষা করার পরে কাপ খুলে ফেলা হয়। তারপর স্টেরাইল (জীবাণুমুক্ত) ও ধারাল ব্লেড দিয়ে ছোট ছোট আচড় দেয়া হয়। এই সুক্ষ্ম আচড়ের ফলে রক্ত বের হবে না, রক্তের হালকা বিন্দু দেখা যেতে পারে। অনেকে সুঁই দিয়ে হিজামা করতে পছন্দ করেন। কিন্তু সুঁই দিয়ে ব্যাথা বেশি পাওয়া যায়, ভাল ভাবে রক্ত বের হয় না, আর নাইট্রিক অক্সাইড রিলিজের পরিমাণও কম হয়। এরপর কাপ বসিয়ে ভ্যাকিউয়াম করা হলে রক্ত বের হওয়া শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরিমাণ এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক শারীরিক কন্ডিশানে এক এক রকম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় কারও কয়েক ফোটা বের হয়েছে, আবার কারও কাপ ভরে গেছে। রক্ত বেশি বের হলে যে হিজামার কার্যকারিতা বেশি পাওয়া যাবে তা কিন্তু নয়। হাদিসে এসেছে হিজামা কাটার মধ্যে শেফা।
স্ক্র্যাচ করার পর প্রথমবার কাপ বসিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে কাপ খুলে রক্ত মুছে ফেলতে হবে। এরপর আবার কাপ বসিয়ে পরীক্ষা করতে হবে যে রক্ত আর বের হয় কিনা। যতক্ষণ রক্ত বের হবে ততক্ষণ কাপ বসিয়ে রাখতে হবে। রক্ত বের হওয়া বন্ধ হলে রক্তরস (Serum) বের হবে যা দেখতে সাদাটে বা হলদাভ পানির মত। অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট এর আচড় কা কাটা হবে খুবই সূক্ষ্ম। পেশেন্ট প্রায় কোন ব্যাথাই পাবে না। একটু কড়া সুড়সুড়ির মত অনুভূতি হবে শুধু। হিজামার এই আচর ২৪ ঘণ্টার মধ্যে হিলিং হয়ে যাবে।
হিজামা থেরাপি সেন্টার
কোন মন্তব্য নেই